চোটের কারণে কলকাতায় ভারতের বিপক্ষে দুই ম্যাচের সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচে খেলা হচ্ছে না বাংলাদেশের তরুণ ব্যাটসম্যান সাইফ হাসানের।
বুধবার ইডেন গার্ডেনে বাংলাদেশ দলের প্রথম অনুশীলন পর্ব শেষে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অনুশীলনের সময় সাইফকে মাঠে বসে থাকতে দেখা যায়।
ইন্দোরে সিরিজের প্রথম টেস্টে ফিল্ডিংয়ের দায়িত্ব পালনকালে ২১ বছর বয়সী এই ব্যাটসম্যান আঙুলে চোট পেয়েছিলেন। কয়েকদিন বিশ্রাম নিলেও এখনও পুরোপুরি চোট কাটিয়ে উঠতে পারেননি তিনি।
২২ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া কলকাতা টেস্টটি দুদলেরই প্রথম দিবারাত্রির টেস্ট ম্যাচ। বিসিবি মেডিকেল বিভাগ নিশ্চিত করেছে, ম্যাচের আগে সাইফের ফিট হওয়ার সম্ভাবনা নেই। ফলে দল থেকে তাকে বাদ দেয়া হয়েছে।
স্বাগতিক ভারতের বিপক্ষে ইন্দোর টেস্টে এক ইনিংস ও ১৩০ রানের বিশাল ব্যবধানে হেরে সিরিজে ১-০ তে পিছিয়ে রয়েছে বাংলাদেশ।
আজকের বাজার/আরিফ