ইডেনে গোলাপি বলে ভারত-বাংলাদেশ টেস্ট ম্যাচ৷ গোলাপি রঙে সেজে উঠেছে শহর৷ ভারত-বাংলাদেশের দিন রাতের টেস্ট ম্যাচ এর টিকিটের হাহাকার৷ এই সুযোগে চলছে টিকিটের কালোবাজারি৷ বসে নেই কলকাতা পুলিশও৷ অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে ৬ জনকে৷
ইডেন এলাকায় বুধবার সকাল থেকেই নজরদারি চালাচ্ছিল লালবাজারে গোয়েন্দা বিভাগ ইতিমধ্যেই অনলাইনে ম্যাচের প্রথম চার দিনের সমস্ত টিকিট শেষ হয়ে গিয়েছে । পঞ্চম দিনের টিকিটের জন্য চাহিদা এখন তুঙ্গে ।এই সুযোগে টিকিটের কালোবাজারিতে নেমেছে একদল কালোবাজারি।
আগামী ২২ নভেম্বর ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত হবে ভারতের প্রথম দিন -রাতের টেস্ট।এর আগেও কিন্তু গোলাপি বলে খেলা হয়েছে এদেশে । ২০১৬সালে ১৮ জুলাই ভারতে প্রথম গোলাপি বলে খেলা হয়েছিল এই ইডেনেই । সিএবি সুপার লিগের ফাইনালে মোহনবাগানের সঙ্গে খেলেছিল ভবানীপুর আন্তের্জাতিক ম্যাচ এই প্রথম।
আজকের বাজার/আরিফ