আত্মপ্রকাশ ঘটল ভারতের মাটিতে অনুষ্ঠিত হতে চলা গোলাপি বলে প্রথম দিন-রাতের টেস্ট ম্যাচের ম্যাসকটের৷ রবিবার ইডেনে বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী হাত ধরে আত্মপ্রকাশ ঘটে টিম ইন্ডিয়ার প্রথম দিন-রাতের টেস্ট ম্যাচের ম্যাসকট পিঙ্কু টিঙ্কু’র৷
ক্লাবহাউসের লনে দুই ম্যাসকটকে পাশে নিয়ে সংক্ষিপ্ত অনুষ্ঠানে মহারাজ ক্রিকেটপ্রেমীদের সঙ্গে পরিচয় করিয়ে দেন তাদের৷ ম্যাচের দিনগুলিতে ইডেনের গ্যালারিতে দেখা যাবে পিঙ্কু টিঙ্কুকে৷ বিশালাকার দুই ম্যাসকট বিশেষ করে শিশুদের মধ্যে উদ্দীপণা তৈরি করবে বলেই বিশ্বাস সিএবি’র৷
দিন-রাতের টেস্ট আয়োজনের ঘোষণার পর থেকেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল ইডেনে৷ মাহেন্দ্রক্ষণের আগে হাতে পড়ে রয়েছে আরও কয়েকটা দিন৷ ইতিমধ্যেই সব প্রস্তুতি প্রায় সারা৷ মঙ্গলবার ভারত, বাংলাদেশ দু’দল শহরে পা দেবে৷ তার আগে শেষ তুলির টান চলছে সর্বত্র৷
কাউন্ট ডাউন শুরু হয়ে গিয়েছে৷ বিশালাকার গোলাপি বেলুন উড়েছে ইডেনে, ম্যাচের শেষ পর্যন্ত উড়তে দেখা যাবে৷ শহরের বিভিন্ন প্রান্তে হোর্ডিং ও এলইডি বিলবোর্ডে ব্র্যান্ডিং চলছে৷ বেশ কিছু বাসের গায়েও ঐতিহাসির দিন-রাতের টেস্টের হোর্ডিং দেখা যাচ্ছে৷
শহিদ মিনার, দ্য ফর্টি টু’র মতো শহরের বড় বিল্ডিংগুলিকে গোলাপি রংয়ে সাজানো শুরু হয়ে গিয়েছে৷ ২০ নভেম্বর থেকে টাটা স্টিল বিল্ডিংয়ে থ্রিডি ম্যাপিং চলবে ম্যাচের শেষ পর্যন্ত৷ ময়দানের কিছু ক্লাব তাঁবু ও পার্ক ইতিমধ্যেই গোলাপি আলোয় সেজেছে৷
আজকের বাজার/আরিফ