ইডেন বেল বাজিয়ে ঐতিহাসিক ডে-নাইট টেস্টের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কলকাতার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তবে এই রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে ক্রিকেটের নন্দনকাননে গোলাপি বলের লড়াইয়ে উপস্থিত থাকবেন ভারতীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
২২ নভেম্বর ইডেনে শুরু হবে ভারতে প্রথম দিন-রাতের টেস্টের আসর৷ ভারতীয় বোর্ড প্রেসিডেন্টের এ এক ঐতিহাসিক পদক্ষেপ৷ টেস্টের প্রথম দিনের খেলার পরে রাতে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করতে চলেছে সিএবি। আগের এই কথা জানিয়েছিলেন সিএবি সচিব অভিষেক ডালমিয়া৷ মঙ্গলবার সন্ধ্যায় সিএবি সচিব বলেন, ‘এটি একটি ঐতিহাসিক ঘটনা৷ সুতরাং এই টেস্ট ম্যাচ স্মরণীয় করে রাখার আমরা সবরকম চেষ্টা করছি৷ প্রায় দু’ দশক পর ভারত-বাংলাদেশ টেস্ট খেলতে নামছে৷ বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্য আমরা সবরকম ব্যবস্থা করব৷’
আজকের বাজার/লুৎফর রহমান