ঢাকার একটি আদালত ইডেন মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরী পারভিনকে হত্যার দায়ে রবিবার দুজনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে।
ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামান এই রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- রিপা আক্তার ওরফে স্বপ্না (৩৬) এবং রুমা ওরফে রেশমা (৩০)।
প্রসিকিউশন অনুসারে, গত বছরের ১০ ফেব্রুয়ারি পারভিনকে এলিফ্যান্ট রোডের সুকন্যা টাওয়ার অ্যাপার্টমেন্টে মৃত অবস্থায় পাওয়া যায়।
তার স্বামী বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের ভাইস চেয়ারম্যান ইসমাত কাদির গামা পরেরদিন রেশমা ও স্বপ্নার বিরুদ্ধে নিউমার্কেট থানায় একটি মামলা দায়ের করেন।
২১ জুলাই মামলার তদন্তকারী কর্মকর্তা আলমগীর হোসেন তাদের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন।
চলতি বছরের ৯ ফেব্রুয়ারি আদালত এই দুজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।