ইডেন গার্ডেন্সে স্পিনারদের বেশি গুরুত্ব দিচ্ছেন হরভজন সিং

ইডেন গার্ডেন্সে দিন-রাতের টেস্টে কার্যকরী হতে চলেছেন রিস্ট স্পিনাররা। ফ্লাডলাইটের আলোয় তাঁরা কামাল শুবিদ আদায় করতে পারবেন বলেই মত ভারতীয় অফ-স্পিনার হরভজন সিংয়ের।

আগামী ২২ নভেম্বর বাংলাদেশ এবং ভারতেরপ্রথম দিন-রাতের টেস্ট অনুষ্ঠিত হবে। হরভজন বলছেন,“ রিস্ট স্পিনাররা অ্যাডভান্টেজে থাকবে এই ম্যাচে। গোলাপি বলে সিম (গোলাপির ওপর কালো সেলাই) মুভমেন্ট ধরা মুশকিল। কলকাতায় ৩.৩০ থেকে ৪.৩০ পর্যন্ত সিমাররা সবচেয়ে বেশি কার্যকরী হয়। কিন্তু গোলাপি বলে ডে-নাইট টেস্ট খেলতে গেলে আমাদের স্পিনারদের কথা ভাবতেই হবে।”

আজকের বাজার/লুৎফর রহমান