ইডেন ছাত্রীর শ্লীলতাহানি: চারজনের জামিন নামঞ্জুর

রাজধানীর চাঁদনি চক মার্কেটে ইডেন কলেজের চার ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে চার দোকান কর্মচারীর রিমান্ড নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার ঢাকা মহানগর হাকিম এ এইচ এম তোহার আদালত এ নির্দেশ দেন। মামলার সুষ্ঠু তদন্তের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। অন্যদিকে আসামিদের আইনজীবী জামিন আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত রিমান্ড নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এছাড়া মামলার আইও’কে একদিনের জেল গেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন।

উল্লেখ্য, শনিবার (২৪ মার্চ) মার্কেট থেকে তাদের আটক করা হয়। আটক হওয়া ব্যক্তিরা হলো আবুল হোসেন, নয়ন, আল-আমিন ও নজরুল ইসলাম।

নিউ মার্কেট থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর মজুমদার জানান, শুক্রবার (২৩ মার্চ) চার ছাত্রী চাঁদনি চক মার্কেটে কেনাকাটা করতে যান। তাদের সঙ্গে এক ছাত্রীর মা ও খালা ছিলেন। কেনাকাটার একপর্যায়ের শাহনুর ফেব্রিক্স ও পাশের দোকানের কর্মচারীরা তাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন এবং গায়ে হাত তোলেন।

এমআর/