ইডেন ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ, গ্রেপ্তার ৪

রাজধানীর চাঁদনি চক মার্কেট এলাকায় ইডেন কলেজের তিনজন ছাত্রী শ্লীলতাহানির শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাঁরা নিউমার্কেট থানায় মামলা করলে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার সাজ্জাদুর রহমান জানান, গতকাল শুক্রবার পরিবারে সদস্যদের নিয়ে কেনাকাটা করতে চাঁদনি চক মার্কেটে যান তিন ছাত্রী। এ সময় মার্কেটের নিচতলার একটি দোকানে প্রচণ্ড ভিড় ছিল। ছাত্রীদের অভিযোগ, এ সময় ওই দোকানের কর্মচারীরা শ্লীলতাহানি করেন। এ ঘটনায় আজ শনিবার তাঁরা নিউমার্কেট থানায় মামলা করেন। পরে শ্লীলতাহানির অভিযোগে ওই দোকানের চার কর্মচারীকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তার আসামিরা হলেন নজরুল ইসলাম, আলামিন, আবুল হোসেন ও নয়ন।

এমআর/