টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর কলকাতার মাটিতে কখনো টেস্ট ম্যাচ খেলা হয়নি বাংলাদেশের। প্রথমবারের মত আগামী ২২ নভেম্বর শহরের ইডেনে সাদা পোষাকে মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ ও ভারত। তাই ঐতিহাসিক ওই টেস্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছেন বিসিসিআইয়ের নতুন সভাপতি সৌরভ গাঙ্গুলী।
আসছে ২২ নভেম্বর ইডেনে শুরু হতে যাওয়া ঐতিহাসিক টেস্ট ম্যাচটিকে ঘিরে দুই বাংলার আবেগও জড়িয়ে থাকবে। নতুন বোর্ড প্রেসিডেন্ট উৎসবের আমেজে রাঙিয়ে তুলতে চান সেই স্মরণীয় মুহূর্ত। সে জন্যই শেখ হাসিনার কাছে আমন্ত্রণ পাঠানো হয়েছে। আমন্ত্রণের পর এখন প্রধানমন্ত্রীর দফতরের জবাবের অপেক্ষায় রয়েছেন তারা।
টেস্টে অধিনায়ক হিসেবে ঢাকাতেই গাঙ্গুলীর অভিযান শুরু হয়েছিল। এবার বিসিসিআইয়ের নতুন সভাপতি হওয়ার পর তার শহর কলকাতায় প্রথমবারের মতো টেস্ট খেলতে যাবে বাংলাদেশ।
দুই বাংলাতেই সমান ভাবে জনপ্রিয় গাঙ্গুলী। তাই ইডেনে ঐতিহাসিক টেস্টকে উৎসবের রংয়ে রাঙিয়ে দিতে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন ‘প্রিন্স অব কলকাতা’ খ্যাত গাঙ্গুলী। তথ্যসূত্র- আনন্দবাজার
আজকের বাজার/এমএইচ