ইতালিতে এক বাংলাদেশি নাগরিক করোনাভাইরাস বা কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছেন বলে বুধবার রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) থেকে জানানো হয়েছে। সংস্থার মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা এএসএম আলমগীর ইউএনবিকে বলেন, মিলান শহরে ওই বাংলাদেশির শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে। এর আগে পাঁচ বাংলাদেশি সিঙ্গাপুরে এবং একজন সংযুক্ত আরব আমিরাতে এ ভাইরাসের শিকার হন।
চীন থেকে ছড়িয়ে পড়া এ নতুন ভাইরাসে বিশ্বব্যাপী এখন পর্যন্ত ৯৩ হাজার ৫২৪ জন আক্রান্ত এবং ৩ হাজার ২০৪ জন মারা গেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা গত বছরের শেষ দিক থেকে ছড়িয়ে পড়া নতুন করোনাভাইরাসের কারণে সৃষ্ট অসুস্থতার নাম দেয় কোভিড-১৯। সূত্র:ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান