ইতালিতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে শামসুল হক স্বপন নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।
বৃহস্পতিবার গভীর রাতে মিলান সেন্ট্রাল স্টেশন এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতের দেশের বাড়ি মানিকগঞ্জের বারুয়াখালিতে। তার বাবার নাম আনোয়ার হোসেন। তিনি পাঁচ বছর ধরে মিলানে বসবাস করছিলেন। একটি রেস্টুরেন্টে কাজ করতেন স্বপন।
জানা গেছে, নাইট ডিউটি থেকে ফেরার পথে নিজ বাসার সামনে দুই ছিনতাই কবলে পরে চারজন। তারা সবাই রেস্টুরেন্টে কাজ করতেন। এ সময় কথা বলার একপর্যায়ে স্বপনকে ছুরিকাঘাত করা হয়। ছুরিকাঘাত করা হয় আরো দুইজনকে। ঘটনাস্থলেই মুমূর্ষ হয়ে পড়ে স্বপন। হাসপাতালে নেয়া হলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় আহত দুইজন চিকিত্সাধীন।
আরজেড