ঝড় ও ভারী বৃষ্টিপাতে ইতালিতে ১৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া প্রায় এক কোটি ৪০ লাখ গাছ ভেঙে পড়েছে। নিহতদের অনেকেই ঝড়ে পড়ে যাওয়া গাছের আঘাতে নিহত হয়েছেন।
রয়টার্স জানিয়েছে, শুক্রবার (২ নভেম্বর) সার্দিনিয়া দ্বীপে বজ্রপাতে এক জার্মান পর্যটকের মৃত্যু হয়েছে।
কয়েক দিন আগে বজ্রপাতে আহত আরেক ব্যক্তি চিকিৎসাধীন মারা গেছেন।
শনিবার (৩ নভেম্বর) দেশটির বেসামরিক সুরক্ষা সংস্থার এক মুখপাত্র জানিয়েছেন, এ পর্যন্ত ১৭ জনের মৃত্যুর খবর পেয়েছেন তারা।
ইতালির কৃষি উৎপাদনের সঙ্গে জড়িত কোম্পানিগুলোর অ্যাসোসিয়েশন কোলদিরাইত্তি এক বিবৃতিতে জানিয়েছে, তীব্র ঝড়ে প্রায় এক কোটি ৪০ লাখ গাছ ধ্বংস হয়েছে।
দেশের দূর উত্তরাঞ্চলেই এ ধরনের ঘটনা বেশি ঘটেছে।
উত্তরাঞ্চল থেকে শুরু করে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সিসিলি পর্যন্ত এলাকাগুলো ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।
সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ভেনিসের আশপাশের উত্তরাঞ্চলীয় এলাকা ত্রেনটিনো ও ভেনেতো।
ভূমিধসের কারণে এলাকা দুটির রাস্তাগুলো বন্ধ হয়ে গ্রামগুলো বিচ্ছিন্ন হয়ে পড়েছে।