ইতালির অগ্নিনির্বাপক বাহিনী জানিয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলের একটি শহরে ভ্যান দুর্ঘটনায় ১২ জন নিহত এবং তিনজন আহত হয়েছেন। খবর ইউএনবি।
সংবাদ সংস্থা এএনএসএ’র খবর অনুযায়ী, হতাহতরা খামারে কাজ করা অভিবাসী শ্রমিক। তারা সোমবার কাজ থেকে বাসায় ফিরছিলেন। পথে ফোগিয়া শহরের কাছে তাদের বহনকারী ভ্যানটির সাথে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। তবে, তাৎক্ষণিক হতাহতদের জাতীয়তা প্রকাশ করা হয়নি।
এদিকে, সোমবার উত্তর ইতালির বলোগনায় পৃথক এক সড়ক দুর্ঘটনায় ট্যাঙ্কার ট্রাক বিস্ফোরিত হয়ে কমপক্ষে দুজন নিহত এবং ৭০ জনের অধিক মানুষ আহত হয়েছেন।
আজকের বাজার/এমএইচ