ইতালিতে লকডাউন শিথিলের দ্বিতীয় দিনেই ২৩৬ জনের মৃত্যু

ইতালিতে ভয়াবহ অবস্থা। একদিকে করোনায় মৃত্যুমিছিল, অন্যদিকে অর্থনীতির ভয়াবহ ক্ষতি। উপায়ন্তর না পেয়ে লকডাউন শিথিলের সিদ্ধান্ত নিয়েছিল ইতালি। আর লকডাউন শিথিলের দ্বিতীয় দিনে ইতালিতে করোনায় মৃত্যু হল ২৩৬ জনের।

লকডাউন শিথিল হতেই ইতালিতে কাজে বের হন প্রায় ৪৪ হাজার মানুষ। প্রায় দুমাস পর কাজের মধ্যে ফিরেছে ইতালি। তবে দ্বিতীয় দিনে মৃত্যু হল ২৩৬ জনের। এই নিয়ে ইতালিতে মোট ২৯ হাজার ৩১৫ জনের মৃত্যু হয়েছে।

পরিসংখ্যান বলছে ইতালিতে অসুস্থ রোগীর সংখ্যা ধীরে ধীরে কমছে। লকডাউন শিথিলের দ্বিতীয় দিনে নতুন আক্রান্ত ১ হাজার ৭৫ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২ হাজার ৩৫২ জন।

এখন পর্যন্ত ইতালিতে মোট আক্রান্ত হয়েছে ২ লক্ষ ১৩ হাজারের বেশি মানুষ এরমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৫ হাজার ২৩১ জন। ইউরোপের দেশগুলির মধ্যে ইতালিতেই মৃত্যুহার সর্বাধিক ছিল। সারা পৃথিবীতে মৃত্যুর দিক থেকে তৃতীয় স্থানে রয়েছে ইতালি।