ইতালিতে করোনা ভাইরাস প্রতিরোধে জরুরি অবস্থার মেয়াদ ১৫ অক্টোবর পর্যন্ত বাড়ানো হচ্ছে। শুক্রবার দেশটিতে জরুরি অবস্থার সময়সীমা শেষ হওয়ার কথা । এ প্রক্ষাপটে দেশটির প্রধানমন্ত্রী গুইসেপে কন্টে মঙ্গলবার সিনেটে এ ঘোষণা দেন।
তিনি বলেন, করোনা সংক্রমণ এবং জাতীয় স্বাস্থ্য সেবায় এর প্রভাব উল্লেখযোগ্যভাবে কমে গেছে। তবু তথ্য উপাত্ত বলছে দেশে এখনও সংক্রমণ রয়ে গেছে। কন্টে বলেন, জরুরি অবস্থার মেয়াদ বাড়ানো মানে সরকারের সর্তকাবস্থা নিশ্চিত রাখা এবং পরিস্থিতি খারাপের দিকে গেলে দ্রুত হস্তক্ষেপে প্রস্তুত থাকা।
ইউরোপে ইতালিই প্রথম করোনায় সবচেয়ে বেশি পর্যুদস্ত হয়েছে। সরকারি হিসেবে দেখা গেছে দেশটিতে, প্রায় আড়াই লাখ লোক করোনায় আক্রান্ত হয়েছে এবং ৩৫ হাজারেরও বেশি লোক মারা গেছে। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান