ইতালির ইসেরনিয়ার একটি প্রদেশ করোনাভাইরাসমুক্ত বলে জানিয়েছে, সেখানকার স্থানীয় সংবাদমাধ্যম।
সমগ্র ইতালির মধ্যে এই একটি প্রদেশই করোনা সংক্রমণমুক্ত। যেখানে ৮৩ হাজার বাসিন্দা বসবাস করছে। মোট পৌরসভা রয়েছে ৫২টি। এর ঘনত্ব ৫৪ হাজার ৩৮ কিমি। আর প্রতিবেশী প্রদেশগুলো লাকুইলা, কাসেরতা ও ফ্রসিননে।
ইতালির একমাত্র এই প্রদেশের বাসিন্দারা মহামারীর প্রথম থেকে দেড় মাসের মধ্যে করোনারভাইরাসে পজিটিভ কেউ শনাক্ত হয়নি। যা ইতালিসহ বিভিন্ন দেশেও বেশ আলোচিত। যদিও তারা অবরোধের বাইরে নেই। তবে এটি রোমের একটি ছোট্ট প্রদেশ। এ পর্যন্ত সেখানে আক্রান্তের কোনো খবর পাওয়া যায়নি।
বিরল এ ঘটনায় একদিকে যেমন সবাই আনন্দিত, তেমনি প্রতিদিন মৃতুর খবরে বিস্মিতও। এর আশপাশের শহরগুলোতে আক্রান্ত হয়েছে, কিন্তু ইসেরনিয়ায় কেউ আক্রান্ত হয়নি বলে জানা গেছে।
আজকের বাজার / এ.এ