দেশটির বড় রাজনৈতিক দল ফাইভ স্টারের নেতা লুইগি ডি মাইও ইতালির প্রেসিডেন্ট সার্জিও মাতারেল্লাকে অভিসংশনের আহ্বান জানিয়েছেন।
অর্থমন্ত্রী হিসেবে একজন প্রার্থীর মনোনয়ন প্রেসিডেন্ট বাতিল করে দেয়ায় এই আহ্বান জানান তিনি। এ ব্যাপারে তিনি বলেন, প্রেসিডেন্ট নিজেই দেশে প্রাতিষ্ঠানিক সংকটের কারণ হয়ে দাঁড়িয়েছেন।
অর্থমন্ত্রী পদে পাওলো সাভোনার নিয়োগ রবিবার প্রেসিডেন্ট নাকচ করে দেয়ায় গত সপ্তাহে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়া গিউসেপ্পে কন্তের সরকার গঠনের প্রক্রিয়া ভেস্তে যায়। ইউরো-বিরোধী বিবেচনায় সাভোনার নিয়োগের বিরোধিতা করেন প্রেসিডেন্ট মাতারেল্লো। এর প্রতিক্রিয়ায় সরকার গঠনে অস্বীকৃতি জানান কন্তে।
এদিকে, ডানপন্থী একটি দলের সঙ্গে জোট করে সরকার গঠনের চেষ্টা করছে ফাইভ স্টার পার্টি। এরই মধ্যে, সরকার গঠনের জন্য সাবেক আইএমএফ অর্থনীতিবিদ কারলো কোতারেলিকে ডেকেছেন প্রেসিডেন্ট। গত ৪ঠা মার্চ নির্বাচনের পর থেকে এখনো ইতালি কোনো সরকার নেই।
আরজেড/