রাশিয়া করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় ইতালি, দক্ষিণ কোরিয়া ও ইরানে ভ্রমণ সতর্কতা জারি করেছে। এই তিন দেশে ভাইরাস ব্যাপক ভাবে ছড়িয়ে পড়েছে উল্লেখ করে বুধবার রাশিয়ার ভোক্তা নিরাপত্তা নিয়ন্ত্রক রোসপোট্রেবনাজদোর পরিস্থিতি স্থিতিশীল না হওয়া পর্যন্ত ভ্রমণ থেকে বিরত থাকতে নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে।
দক্ষিণ কোরিয়ায় এ পর্যন্ত ১১শ’রও বেশি লোক আক্রান্ত এবং ১১ জন মারা গেছে। ইরানে ১শ’লোক আক্রান্ত হয়েছে বলে জানা গেছে। এর মধ্যে ১৫ জন মারা গেছে। ইতালিতে মারা গেছে ১১ জন। আক্রান্ত হয়েছে ৩শ’রও বেশি লোক। করোনাভাইরাস অষ্ট্রিয়া, ক্রোয়েশিয়া ও সুইজারল্যান্ডসহ বিশ্বের অনেকগুলো দেশে ছড়িয়ে পড়েছে। চীনে ইতোমধ্যে ২ হাজার ৭শ’লোক মারা গেছে এবং আক্রান্ত হয়েছে ৭৮ হাজারেরও বেশি লোক। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান