চার দিনের রাষ্ট্রীয় সফর শেষে ইতালি ছেড়ে আবুধাবিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় রাত ১০টায় রোমের লিওনার্দো দ্য ভিঞ্চি বিমানবন্দর থেকে একটি বিশেষ বিমানে রওয়ানা হন তিনি। আবুধাবিতে মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের বাসায় অবস্থান করবেন বলে জানা গেছে।
এ সময় সেখানকার উর্ধ্বতন কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে বিদায় জানান। এর আগে, গত ১১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের গভর্নিং কাউন্সিলের সভায় যোগ দিতে রোমে যান প্রধানমন্ত্রী।
সেখানে তিনি পোপ ফ্রান্সিসের সঙ্গে সাক্ষাৎ করেন। অংশ নেন ইফাদ সম্মেলন। সফরকালে প্রবাসী বাংলাদেশিদের দেয়া এক সংবর্ধনায় যোগ দেন প্রধানমন্ত্রী।
১৬ই ফেব্রুয়ারি স্থানীয় সময় বেলা ২টায় আবুধাবি ত্যাগ করার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার।
আজকের বাজার : আরএম/১৫ ফেব্রুয়ারি ২০১৮