বিদেশ ফেরতদের কোয়ারেন্টাইনে থাকার বাধ্যবাধকতা থাকলেও অনেকেই তা মানছেন না। সম্প্রতি ইতালি থেকে ফেরা যশোরের আব্দুর রশিদ (৫৩) তাদের একজন। শার্শা উপজেলার রশিদ বাগআঁচড়া ইউনিয়নের টেংরা গ্রামের মৃত রাহাতুল্লার ছেলে। গত ১৩ মার্চ ইতালি থেকে দেশে ফিরেন তিনি। দেশে ফিরে ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকার কথা থাকলেও রশিদ রবিবার সন্ধ্যায় উপজেলার জামতলা বাজারে তাকে ঘোরাঘুরি করছিলেন। স্থানীয়রা বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্বাস্থ্য কর্মকর্তাকে অবহিত করলে তারা তাকে হোম কোয়ারেন্টাইনে পাঠান।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইউছুফ আলী জানান, আব্দুর রশিদ গত ১৩ মার্চ ইতালি থেকে বিমানযোগে আবুধাবি বিমান বন্দরে অবতরণ করেন এবং পরে বাংলাদেশ এয়ারলাইন্সে করে দেশে ফিরে আসেন। দুজন স্বাস্থ্য সহকারী সার্বক্ষণিক তার গতিবিধি লক্ষ্য রাখছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডল জানান, ইতালি থেকে ফিরে আসা আব্দুর রশিদকে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসন এ বিষয়ে তৎপর রয়েছে। সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান