ইতিবাচক অবস্থানে সূচক ও লেনদেন

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে (মঙ্গলবার) বেশির ভাগ কোম্পানির শেয়ার দর কমলেও বেড়েছে সূচক। এদিন ডিএসই’র সার্বিক লেনদেনও উল্লম্ফন দেখা গেছে। দিনশেষে ডিএসইতে লেনদেন হয়েছে ৫৬২ কোটি টাকা। এসময় ডিএসই’র সার্বিক মূল্য সূচক বেড়েছে প্রায় ১২ পয়েন্ট।

এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) মঙ্গলবার দিনশেষে অধিকাংশ কোম্পানির দর কমেছে। তবে, দিনশেষে সিএসই’র সাধারণ মূল্য সূচক সিএসইএক্স আগের কার্যদিবসের তুলনায় ২৪.৪৭ পয়েন্ট বেড়েছে। ডিএসই ও সিএসই’র বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, ডিএসইতে লেনদেন হওয়া ৩৩৪টি কোম্পানি ও ফান্ডগুলোর মধ্যে দর বেড়েছে ১৩০টির, দর কমেছে ১৪৫টির ও দর অপরিবর্তিত ছিল ৫৯টি প্রতিষ্ঠানের। এসময় ডিএসইতে ১০ কোটি ৯৬ লাখ ৭৭ হাজার ৯৩৬টি শেয়ার লেনদেন হয়েছে।

টাকার অংকে এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৫৬২ কোটি ৭১ লাখ টাকা। এর আগের কার্যদিবসে (সোমবার) ডিএসইতে লেনদেন হয়েছিল ৫০২ কোটি ৪২ লাখ টাকা। অর্থাৎ এদিন ডিএসই’র সার্বিক লেনদেন আগের কার্যদিবসের তুলনায় ৬০ কোটি টাকা বেড়েছে।

দিনশেষে ডিএসই’র প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ১১.৭২ পয়েন্ট বেড়ে ৬২০৬ পয়েন্টে স্থিতি পায়। এসময় ডিএস-৩০ সূচক ১৬.৭১ পয়েন্ট ও ডিএসইএস সূচক ৪.৬৯ পয়েন্ট বেড়েছে।

লেনদেন শেষে টার্নওভার তালিকায় শীর্ষে উঠে এসেছে স্কয়ার ফার্মা। এসময় কোম্পানিটির ৪৮ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। টার্নওভারে দ্বিতীয় অবস্থানে ছিল বেক্সিমকো ফার্মা, কোম্পানিটির ৩৯ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ৩৭ কোটি ১৭ লাখ টাকার শেয়ার লেনদেনের মধ্যে দিয়ে টার্নওভারের তৃতীয় অবস্থানে ছিল গ্রামীণফোন।

এছাড়াও টার্নওভার তালিকায় ছিল- ইফাদ অটোস, ড্রাগন সোয়েটার, প্যারামাউন্ট টেক্সটাইল, মুন্নু সিরামিকস, বিবিএস ক্যাবলস, শাহজালাল ইসলামী ব্যাংক ও সিটি ব্যাংক।

এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হওয়া ২৩৮টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ৯৫ টির, দর কমেছে ১১৮টির ও দর অপরিবর্তিত ছিল ২৫টি প্রতিষ্ঠানের। এসময় সিএসইতে লেনদেন হয়েছে ২১ কোটি ৪১ লাখ টাকার।

লেনদেন শেষে সিএসই’র প্রধান মূল্য সূচক সিএসইএক্স বেড়েছে ২৪.৪৭ পয়েন্ট। এসময় সিএসইতে টার্নওভার তালিকায় শীর্ষে উঠে এসেছে শাহজালাল ইসলামী ব্যাংক। কোম্পানিটির ১ কোটি ২৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আজকের বাজার: সালি / ২৩ জানুয়ারি ২০১৮