ইতিবাচক প্রবণতায় লেনদেন চলছে

বেশ কয়েকদিনের টানা দরপতন শেষে নতুন সপ্তাহের প্রথম কার্যদিবস রোববারে দেশের দুই পুঁজিবাজারে ইতিবাচক প্রবণতায় লেনদেন চলছে। প্রথম এক ঘণ্টায় ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১৫৮ কোটি টাকার শেয়ার কেনাবেচা হয়েছে। ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১২৪ পয়েন্ট।

বেলা সাড়ে ১১টা নাগাদ ডিএসইতে ৩০৪ টি কোম্পানির শেয়ার লেনদেন হয়। এর মধ্যে দর বাড়ে ২৬৮ কোম্পানির। কমে ২০টির। আর দর অপরিবর্তিত থাকে ১৬ কোম্পানির শেয়ারের।

বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর বাড়লেও মূল্যসূচকের বড় উল্লম্ফনে মূলত ভূমিকা রেখেছে ব্যাংকিং খাতের শেয়ারের উর্ধগতি। কারণ এই খাতের বাজার মূলধন সবচেয়ে বেশি।

বাজার সংশ্লিষ্টদের মতে, ব্যাংকিং খাতে তারল্য সংকট নিরসনে যে উদ্যোগ নেওয়া হয়েছে তারই ইতিবাচক প্রভাব পড়েছে বাজারে।

উল্লেখ, এতোদিন সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের তহবিলের ৭০ ভাগ সরকারি ব্যাংকে ও ৩০ ভাগ বেসরকারি ব্যাংকে রাখতে হতো। গত শুক্রবার ব্যাংকের উদ্যোক্তাদের এক বৈঠকে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত সিদ্ধান্ত দিয়েছেন, এখন থেকে ৫০ ভাগ অর্থ বেসরকারি ব্যাংকে রাখতে হবে। এ নির্দেশনার ফলে ব্যাংকিং খাতে তারল্য সংকট কিছুটা কমে আসার কথা। এছাড়া এ সংকট নিয়ে আজ রোববার ব্যাংকের এমডিদের সঙ্গে গভর্নরের বৈঠক হওয়ার কথা রয়েছে।  এতেই শেয়ারবাজারে ব্যাংকিং খাত নিয়ে নতুন আশাবাদ তৈরি হয়েছে; যার প্রভাব পড়েছে শেয়ারের দামে।

আরএম/