প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের তৃতীয় অভিসংশিত প্রেসিডেন্ট হিসেবে ইতিমধ্যেই ইতিহাস সৃষ্টি করেছেন। এবার তিনি অভিসংশিত প্রেসিডেন্ট হিসেবে পুননির্বাচনে জয়ী হয়ে আরো একটি ইতিহাস গড়ার আশা ব্যক্ত করেছেন।
প্রেসিডেন্ট ট্রাম্পের সেনেটে অভিশংসনের বিচার মঙ্গলবার আরম্ভ হয়। তাকে দোষী সাব্যস্ত করতে এবং ক্ষমতা থেকে অপসারণ করতে সেনেটের দুই তৃতীয়াংশ, অর্থাৎ ১০০ জন সেনেটরের মধ্যে ৬৭ জনকে অভিযোগের পক্ষে ভোট দিতে হবে।
তবে এমনটি হওয়ার সম্ভাবনা ক্ষীণ কেননা সেনেটে সংখ্যাগরিষ্ঠ ৫৩টি আসন রিপাবলিকানদের দখলে এবং রিপাবলিকানদের লক্ষণ দেখে ধারনা করা হচ্ছে তারা প্রেসিডেন্ট ট্রাম্পের বিপক্ষে ভোট দেবেন না।
আজকের বাজার/লুৎফর রহমান