ওয়েস্ট ইন্ডিজের মাটিতে এখন পর্যন্ত সিরিজ জেতা হয়নি পাকিস্তানের। এবার হয়তো ইতিহাস গড়ার পালা। হঠাৎ করেই বদলে গেল ডমিনিকা টেস্টের দৃশ্যপট। দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে সিরিজ জয়ের পথে এগিয়ে যাচ্ছে পাকিস্তান। সিরিজ জয়ের স্বাদ পেতে ম্যাচের শেষ দিনে পাকিস্তানের প্রয়োজন ৯ উইকেট। আর স্বাগতিকরা পিছিয়ে আছে ২৯৭ রানে।
এর আগে ৫ উইকেট ২১৮ রান নিয়ে চতুর্থ দিনে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ২৪৭ রানে থামে নামা ওয়েস্ট ইন্ডিজ। দলটির হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ ৬৯ রান করেন রোস্টন চেজ। পাকিস্তানের হয়ে বল হাতে সর্বোচ্চ ৫টি উইকেট নেন মোহাম্মদ আব্বাস।
১২৯ রানে এগিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করে পাকিস্তান। টপ অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতার ৯০ রানে ৭ উইকেট হারিয়ে চাপে পড়ে পাকিস্তান। তবে অষ্টম উইকেটে মোহাম্মদ আমির ও ইয়াসির শাহ ৮৪ রানে জুটি গড়লে পর ৮ উইকেটে ১৭৪ রান তুলে ইনিংস ঘোষণা করে সফরকারীরা। ফলে দলটির লিড দাঁড়ায় ৩০৩ এ।
৩০৪ রানের জবাবে ব্যাট করতে নেমে ৭ রান তুলতেই ১ উইকেট হারায় ক্যারিবীয়রা।
আজকের বাজার: আরআর/ ১৪ মে ২০১৭