করোনা ভাইরাসে অসহায়-দু:স্থদের সহায়তায় এবার রেকর্ড গড়া ম্যাচে নিজের ব্যাটটি নিলামে তুলতে যাচ্ছেন দক্ষিণ আফ্রিকার হার্সেল গিবস। ২০০৬ সালের ১২ মার্চ জোহানেসবার্গে সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হয়েছিলো স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া।
২-২ সমতা নিয়ে সিরিজ নির্ধারনী ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করতে নামে অস্ট্রেলিয়া।
ম্যাচের অধিনায়ক রিকি পন্টিংএর ১০৫ বলে ১৩টি চার ও ৯টি ছক্কায় ১৬৪’র সুবাদে নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেটে ৪৩৪ রানের পাহাড় গড়ে অস্ট্রেলিয়া। এছাড়া অসিদের পক্ষে মাইক হাসি ৫১ বলে ৮১ ও সাইমন ক্যাটিচ ৯০ বলে ৭৯ রান করেন।
৪৩৪ রানের পাহাড় টপকে যাবার স্বপ্ন কেউই দেখার সাহসই পায়নি। কিন্তু ১ বল বাকী রেখে রানের পাহাড় টপকে যায় দক্ষিণ আফ্রিকা। আর সেটি সম্ভব হয়েছে তিন নম্বরে নামা হার্সেল গিবসের আগুন ব্যাটিংএ। ১১১ বল মোকাবেলা করে ২১টি চার ও ৭টি ছক্কায় ১৭৫ রানের ম্যাচ জয়ী ইনিংস খেলেন গিবস। তার এমন ব্যাটিং নৈপুন্যে ১ উইকেটের অবিশ্বাস্য জয় পায় দক্ষিণ আফ্রিকা।
১৭৫ রানের ইনিংস খেলে ইতিহাস গড়া ব্যাটটি এবার নিলাম তুলতে চান তিনি।
করোনাভাইরাসে কারনে কঠিন এক সময় পার করছে ক্রিকেট বিশ্ব। অসহায়-দুস্থদের সহায়তায় অনেকেই এগিয়ে এসেছেন। মাঠের তারকারা ব্যক্তিগতভাবে সহায়তার পাশাপাশি তহবিল বাড়াতে নিজেদের প্রিয় ব্যাট-জার্সি-গ্লাভস নিলামে তুলছিলেন অনেকেই। সম্প্রতি নিজের ব্যাট নিলামে ২০ লাখ টাকায় বিক্রি করেছেন বাংলাদেশের সাকিব আল হাসান। এছাড়া আরও অনেক এই পন্থা বেছে নিয়েছেন। এবার সেই পথে হাটছেন গিবসও।
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে গিবস লিখেছেন, ‘#৪৩৮ ম্যাচটি সুপারস্পোর্টে দেখা হচ্ছে। যে ব্যাট দিয়ে সেদিন ব্যাটিং করেছিলাম সেটি আমি করোনা তহবিলের জন্য নিলামে তুলতে যাচ্ছি। এত বছর ধরে এটা নিজের কাছে রেখেছিলাম।’
ঐতিহাসিক সে ম্যাচে দক্ষিণ আফ্রিকার কোচ ছিলেন মিকি আর্থার। গিবসের এমন উদ্যোগে খুশি আর্থার, ‘খুব ভালো উদ্যোগ নিয়েছো গিবস। নিলামে এটার নিশ্চয়ই ভালো দাম উঠবে।’