ইথিওপিয়ায় সড়ক দুর্ঘটনায় ৬৬ জন নিহত

ইথিওপিয়ার দক্ষিণাঞ্চলে সড়ক দুর্ঘটনায় ৬৬ জনেরও বেশি লোক নিহত হয়েছে। স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ, রোববার এ কথা জানিয়েছে।

রাজধানী আদ্দিস আবাবা’র প্রায় ৩শ’ কিলোমিটার দক্ষিণে ইথিওপিয়ার সিদামা রাজ্যে এই দুর্ঘটনা ঘটেছে।

সিদামার আঞ্চলিক স্বাস্থ্য ব্যুরো বিস্তারিত না জানিয়ে ফেসবুকে জানিয়েছে, ‘একটি গাড়ি দুর্ঘটনায় এই পর্যন্ত ৬৬ জনের মৃত্যুর দাবি করা হচ্ছে’।

স্বাস্থ্য ব্যুরো জানিয়েছে, পূর্বাঞ্চলীয় জোন বোনা জুরিয়া ওয়ারেদার গেলেনা ব্রীজে এই দুর্ঘটনা ঘটেছে।

ব্যুরো আরো জানিয়েছে, ‘আহত ৪ যাত্রীকে বোনা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।’

স্বাস্থ্য ব্যুরোর প্রচারিত ছবিতে এটি গাড়ির চারিদিকে বিপুল সংখ্যক লোক দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। দুর্ঘটনা কবলিত গাড়িটির আংশিক পানিতে ডুবে আছে। অনেকে গাড়িটিকে পানি থেকে টেনে তীরে আনার চেষ্টা করছে।

স্বাস্থ্য ব্যুরোর অপর একটি ছবিতে মরদেহগুলো দেখা গেছে এবং অনেকে মরদেহগুলো নীল রংয়ের তেরপল দিয়ে ঢেকে রেখেছে।

স্বাস্থ্য ব্যুরো নিহতদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেছে কর্তৃপক্ষ পরে বিস্তারিত জানাবে।