ইথিওপিয়ার সেনাবাহিনী প্রধানকে গুলি করে হত্যা

ইথিওপিয়ার সেনাবাহিনী প্রধানকে গুলি করে হত্যা করা হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী আবি আহমেদ রোববার টেলিভিশনে দেয়া দেয়া এক ঘোষণায় বলেছেন, একটি আঞ্চলিক রাজ্যে তাকে হত্যা হয়।
আবি খুব ভোরে সামরিক পোশাকে জাতীয় টেলিভিশনে ঘোষণা দেন যে সেনাবাহিনী প্রধান সিরি মেকননেনকে গুলি করে হত্যা করা হয়েছে। এএফপি’র সংবাদদাতা বলেছেন, তার অবস্থা সম্পর্কে জানা যায়নি।
ইথিওপিয়ায় ইন্টারনেট বন্ধ রয়েছে এবং এ ব্যাপারে বিস্তারিত কিছু জানা যাচ্ছে না।
আদ্দিস আবাবায় গোলাগুলি এবং আমহারা অঞ্চলের প্রধান নগরী বাহির ডারে সহিংসতায় যুক্তরাষ্ট্র দূতাবাস সতর্কতা জারি করেছে।
এরআগে আবি’র অফিস ঘোষণা দেয় যে, দেশের স্বশাসিত নয়টি অঞ্চলের একটি আমহারা রাজ্যে এ ক্যু সংঘটনের চেষ্টা করা হয়।
প্রধানমন্ত্রীর অফিস থেকে পাঠানো বিবৃতিতে হামলাকারীদের সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি। এতে বলা হয়, আমহারা রাজ্যের এই হামলাকারীরা দেশের সংবিধানের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।
এতে বলা হয়,সকল ইথিওপিয়ান এই অবৈধ পদক্ষেপের নিন্দা জানায় এবং এই সশ¯্র গ্রুপকে দমনে ফেডারেল সরকারের পূর্ণ সক্ষমতা রয়েছে।