ইথিওপিয়ায় মুসলিম বিরোধী হামলার পর গণ গ্রেফতার

ইথিওপিয়ার উত্তরাঞ্চলীয় গোন্দার নগরীতে মুসলমানদের ওপর ভয়াবহ হামলার পর কয়েকশ’ লোককে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার আঞ্চলিক কর্তকর্তা একথা জানান। খবর এএফপি’র।

স্থানীয় একটি ইসলামিক গ্রুপ জানায়, এক মুসলিম বয়োজ্যেষ্ঠের দাফন অনুষ্ঠানে শোকার্ত মানুষের ওপর ‘চরমপন্থী খ্রিস্টানদের’ মঙ্গলবারের ভয়াবহ হামলায় ২০ জনেরও বেশি নিহত হন। এ সময় হামলাকারীরা মুসলিম বাসিন্দাদের সম্পদ ধ্বংস করে।

সরকারি আমহারা মিডিয়া কর্পোরেশন পরিবেশিত বিবৃতির বরাত দিয়ে বলা হয়, আমহারা অঞ্চলের শান্তি ও নিরাপত্তা ব্যুরোর প্রধান দেসালেন তাসিউ জানান, গোন্দারে হামলায় জড়িত থাকার অভিযোগে ৩৭৩ সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে।

সকল সন্দেহভাজন গ্রেফতার না হওয়া পর্যন্ত তিনি আগ্নেয়াস্ত্র ও অন্যান্য অস্ত্র নিষিদ্ধ ঘোষণা করেছেন। বিস্তারিত উল্লেখ না করে তিনি আরো বলেন, এ ঘটনা ঘটার ক্ষেত্রে ‘আমরা আইনত নিরাপত্তা বাহিনীর সদস্য ও নেতাদের দায়ী করছি। এক্ষেত্রে তারা তাদের দায়িত্বশীলতার দিক থেকে এ দায় এড়াতে পারেন না। মুসলিম ও অর্থোডক্স খ্রিস্টানের মধ্যে চলমান বিরোধকে করে এ সংঘর্ষ ঘটে। খবর-বাসস

আজকের বাজার/আখনূর রহমান