ইথিওপিয়ায় ৩ ত্রাণকর্মীকে হত্যা

ইথিওপিয়ার যুদ্ধ বিধ্বস্ত তাইগ্রে অঞ্চলে মেডিক্যাল চ্যারিটি মেডিসিন্স সান্স ফ্রন্টিয়ার্স(এমএসএফ) এর তিন ত্রাণ কর্মীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এদের একজন স্প্যানিশ এবং অন্যরা ইথিওপিয়ার দুই কর্মী।
শুক্রবার ত্রাণ সংস্থাটির এক বিবৃতিতে বলা হয়েছে, এই তিন জন ওই অঞ্চলে যাওয়ার পর তাদের কোন সংযোগ পাওয়া যাচ্ছিল না। পরে তাদের বহনকারী খালি গাড়ির কিছুটা দূরে এই তিন কর্মীর নিথর দেহ পাওয়া গেছে।
বিবৃতিতে আরো বলা হয়েছে, কোন ভাষা দিয়েই এই নৃশংস হত্যাকান্ডের বিষয়ে আমাদের সত্যিকারে শোক ও কষ্ট প্রকাশ সম্ভব নয়।
তাইগ্রে অঞ্চলে গত নভেম্বর থেকে সংঘাত শুরু হয়েছে। দ্রুত জয়ের আশায় ইথিওপিয়ান প্রধানমন্ত্রী আবি আহমেদ ভিন্নমতাবলম্বী আঞ্চলিক নেতাকে ক্ষমতাচ্যুত করতে সেনাবাহিনী পাঠানোর পর থেকে ওই এলাকায় সহিংসতা শুর হয়।
গত আট মাস ধরে চলা সহিংসতার কারণে সেখানে মানবিক সংকট দেখা দেয়। জাতিসংঘ ওই অঞ্চলে দুর্ভিক্ষের বিষয়ে সতর্ক করেছে।
এছাড়া বিশ্বসংস্থাটি এ হত্যাকান্ডের দ্রুত তদন্ত করতে ইথিওপিয়ার প্রতিও আহ্বান জানিয়েছে।