ইথিওপিয়া ও মিশরের মধ্যে পানি সম্পদ বন্টন সম্পর্কিত বিরোধ বহুদিনের ইথিওপিয়ার BLUE NILE 'র ওপর বিশাল এক হাইড্রো পাওয়ার ড্যাম(Hydro Power Dam) নির্মাণের ব্যাপারে ট্রাম্প প্রশাসন, মিশর, ইথিওপিয়া ও সুদানের পররাষ্ট্রমন্ত্রীদের আলোচনা-বৈঠকের আমন্ত্রণ জানিয়েছে। এই আলোচনা-বৈঠক হতে পারে ৬ই নভেম্বর যুক্তরাষ্ট্র রাজস্বমন্ত্রী, স্টিফেন মেনুচিনের কার্যালয়ে। বিশ্ব ব্যঙ্কের প্রেসিডেন্ট, ডেভিড মালপাস কেও বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে।
ডেভিড মালপাস'র মুখপাত্র জানান, তিনি এই বৈঠকে যোগ দিতে আগ্রহী, তবে তাঁর আশা থাকবে, যে সংশ্লিষ্ট তিনটি দেশই এই প্রকল্পে মনোযোগী থাকবে ও সহযোগিতা করবে।
আজকের বাজার/লুৎফর রহমান