সিরিয়ার উত্তর-পশ্চিম ইদলিব প্রদেশের কয়েকটি গ্রামে ঘুমন্ত গ্রামবাসীর ওপর বিমানহামলা চালিয়েছে রাশিয়া। এতে দুইজন বেসামিরক লোক নিহত হয়েছেন। একটি বিরোধী বিমান পর্যবেক্ষণকারী সংস্থার বরাত দিয়ে এ খবর জানিয়েছে তুর্কি গণমাধ্যম ইয়েনি শাফাক।
পর্যবেক্ষণকারী সংস্থাটি জানায়, মঙ্গলবার রাতে রাশিয়ার যুদ্ধবিমান প্রদেশটির কাফর নাবল ও কাফার রোমাসহ কয়েকটি গ্রামে হামলা চালিয়েছে। এতে দুইজন বেসামরিক লোক নিহত হয়েছেন।
এদিকে, সরকারি যুদ্ধবিমান কাফর নাবলের আল-রাওদা নারী ও শিশু হাসপাতালকে লক্ষ্যবস্তু করেছিল, ফলে হাসপাতালটি অকার্যকর হয়ে পড়েছে।
ইদলিবে অক্টোবর থেকে সরকারি শাসক, রাশিয়া ও ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর হামলায় অন্তত শতাধিক বেসামরিক নাগরিক মারা গেছে। এ ছাড়া ৫০ হাজারের বেশি মানুষ গৃহহীন হয়েছে।
আজকের বাজার / ফজলুর রহমান