হাঁটুর ব্যথার কারণে ইনজুরিতে পড়েছে টাইগার দলের হিটার তামিম ইকবাল। এ সমস্যার কারণে আগামী পাঁচ–ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তামিম ইকবালকে। করতে পারবেন না অনুশীলনও।
বিসিবি সূত্র জানিয়েছে, ব্যাংককে তামিমের বাঁ হাঁটুর এমআরআই রিপোর্ট খুব একটা ভালো আসেনি। সে জন্যই চিকিৎসকেরা তাঁকে বিশ্রামের পরামর্শ দিয়েছেন। তামিমও আজ মুঠোফোনে ব্যাংকক থেকে বলেছেন, ‘আমাকে হয়তো লম্বা সময়ের জন্য বিশ্রামে চলে যেতে হবে। এ সময় পুনর্বাসন-প্রক্রিয়া ছাড়া আর কিছু করতে পারব না।’
তবে আগামীকাল বিশেষজ্ঞ চিকিৎসক দেখানোর পর এ ব্যাপারে আরও নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন তিনি। পরশু দেশে ফেরার কথা তামিমের।
অস্ট্রেলীয় শল্যবিদ ডেভিড ইয়াং যে হাঁটুতে অস্ত্রোপচার করেছিলেন, সেখানে অনেক দিন ধরেই ব্যথা অনুভব করছেন বাংলাদেশ ওপেনার। পাকিস্তান থেকে পিএসএলের দুই ম্যাচ বাকি থাকতে তাই চিকিৎসকের পরামর্শ নিতে ব্যাংকক যান তামিম।