হাতের ইনজুরির কারণে চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ছেড়ে নিজের দেশ অস্ট্রেলিয়ায় পাড়ি জমাতে হচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক স্টিভ স্মিথকে।
কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার রাত ১০টা ২৫ মিনিটে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে স্মিথ ঢাকা ত্যাগ করবেন। সেখানে এমআরআই করাবেন তিনি। পরীক্ষায় যদি দেখা যায় তিনি খেলতে পারবেন তাহলে আবারও বিপিএলে অংশ নেবেন স্মিথ।
সকালে দলীয় অনুশীলনে শুধু দৌড়ে অংশ নেন স্মিথ। তিনি ব্যাটিং অনুশীলনে অংশ নেননি।
অনুশীলন শেষে ভিক্টোরিয়ান্স কোচ মোহাম্মাদ সালাহউদ্দিন বলেন, ‘আজকের অনুশীলন বাধ্যতামূলক ছিল না। এজন্য স্মিথ ব্যাটিং করেননি। তবে আমি মনে করি সে পরবর্তী অনুশীলনে অংশ নেবে।’
তবে স্মিথের ইনজুরির বিষয়ে তিনি কিছু বলেননি।
বিশেষ চুক্তিতে কুমিল্লা ভিক্টোরিয়ান্সে নাম লেখান স্মিথ। প্লেয়ার ড্রাফটে নাম না থাকা কোনো খেলোয়াড়কে দলে নেয়া যাবে না বলে নিয়ম থাকলেও কুমিল্লা সেই নিয়ম ভঙ্গ করে। তবে বিসিবি পরে নিয়ম পরিবর্তন করে।
এদিকে স্মিথের অনুপস্থিতিতে কুমিল্লাকে কে নেতৃত্ব দেবেন তা ঘোষণা করেনি দলটি।
এবারের আসরে দুই ম্যাচে একটিতে জয় ও একটিতে হেরেছে কুমিল্লা। দুই ম্যাচে যথাক্রমে ১৬ ও ০ রান করেন স্মিথ।