হ্যামস্ট্রিং ইনজুরির কারণে আসন্ন প্রিমিয়ার লিগের শুরুতে কয়েকটি ম্যাচে খেলতে পারছেন না টটেনহ্যাম হটস্পারের মিডফিল্ডার ডেলে আলি। ক্লাব ম্যানেজার মরিসিও পোচেত্তিনো এই তথ্য নিশ্চিত করেছেন।
অনুশীলনে আলি এই সমস্যার কথা জানিয়েছেন বলে জানান পোচেত্তিনো। এ কারণে আগামী শনিবার এ্যাস্টন ভিলার বিপক্ষে প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচে তিনি থাকছেন না। গত মৌসুমেও এই একই কারণে বেশ কিছু ম্যাচে অনুপস্থিত ছিলেন এই ইংলিশ প্লেমেকার। পোচেত্তিনো জানিয়েছেন বিষয়টি অবশ্যই চিন্তার। ইন্টার মিলানের সাথে গতকাল ১-১ গোলে ড্র করে প্রাক-মৌসুম অনুশীলন শেষ করেছে স্পার্সরা। ম্যাচ শেষে পোচেত্তিনো বলেছেন, ‘আমার মনে হয়না মৌসুমের শুরুতে সে নিজেকে প্রস্তুত করে তুলতে পারবে। একই জায়গায় তার আবারো সমস্যা দেখা দিয়েছে। অবশ্যই বিষয়টি চিন্তার। তার বয়স মাত্র ২৩, আগামী বছরগুলোতে এই সমস্যা তাকে আরো বেশি ভোগাবে। এখন থেকেই তাকে বিষয়টি নিয়ে ভালভাবে চিন্তা করতে হবে। আমরা শুধুমাত্র তাকে এ ব্যাপারে সহযোগিতা করতে পারি। আমি মনে করছি এই মুহূর্তে সমস্যা ততটা গুরুতর নয়। আশা করছি কয়েক সপ্তাহের মধ্যেই সে সুস্থ হয়ে উঠতে পারবে।
আজকের বাজার/লুৎফর রহমান