কাফ ইনজুরির কারণে বছরের বাকি সময়টা আর খেলা হচ্ছেনা রিয়াল মাদ্রিদের রাইট-ব্যাক ডানি কারভাহালের। গ্রানাডার বিপক্ষে লা লিগায় গত ম্যাচটিতে ইনজুরিতে পড়েন কারভাহাল।
বিরতির সময় তাকে বদলী বেঞ্চে পাঠিয়ে দেন রিয়াল বস কার্লোর আনচেলত্তি। শনিবারের ম্যাচটিতে ২-০ গোলে জয়ী হয়ে জিরোনাকে গোল ব্যবধানে পিছনে ফেলে লিগ টেবিলের শীর্ষে উঠে এসেছে মাদ্রিদ।
ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে বাম কাফ পেশীতে পরীক্ষার ফলাফল অনুযায়ী প্রায় মাসখানেকের জন্য তাকে বিশ্রামে থাকতে হবে। প্রাথমিক ভাবে ইনজুরি ততটা গুরুতর নয় বলে মনে করা হয়েছিল।
৩১ বছর বয়সী কারভাহাল আনচেলত্তির মূল দলে নিয়মিত খেলোয়াড় হিসেবে ছিলেন। এবারের মৌসুমে বেশ কিছু ম্যাচে তিনি অধিনায়কত্বও করেছেন। (বাসস/এএফপি)