পায়ের গোড়ালীর ইনজুরিতে পড়ে তিন সপ্তাহের জন্য ফের ক্রিকেটের বাইরে চলে গেলেন টপ অর্ডার ব্যাটসম্যান ইমরুল কায়েস। দেশের সবচেয়ে গুরুত্বপুর্ন ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট ঢাকা প্রিমিয়ার লীগকে (ডিপিএল) সামনে রেখে অনুশীলন করার সময় ইনজুরিতে পড়েছেন তিনি। শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে এবারের আসরে অংশগ্রহন করার কথা ছিল তার। আগামী ১৫ মার্চ থেকে শুরু হবে এ টুর্নামেন্ট। প্রথম তিন রাউন্ডের খেলা অনুষ্ঠিত হবে চট্টগ্রাম ও কক্সবাজারে। ইমরুল আজ বলেন,‘ ফিল্ডিং অনুশীলনের সময় আমি গোড়ালীর ইনজুরিতে পড়েছি। ডাক্তার বলেছেন অন্তত তিন সপ্তাহ বিশ্রামে থাকতে হবে।’
ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-২০ ক্রিকেট বঙ্গবন্ধু প্রিমিয়ার লীগে (বিবিপিএল) অসাধারণ পারফর্মেন্স করেছিলেন এই ওপেনার। কিন্তু হ্যামস্ট্রিং ইনজুরির কারণে তিনি পাকিস্তান সফর মিস করেন। নতুন করে যখন ডিপিএলে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন তখন ফের ইনজুরিতে পড়লেন তিনি। তবে এতে আপসেট নন ইমরুল। তিনি বলেন,‘ ইনজুরি নিয়ন্ত্রন করার ক্ষমতা আমার হাতে নেই। আমি ভাল প্রস্তুতি নিয়েছিলাম। আশা করছি পরিপুর্ন সুস্থ হবার পর আমি আরো শক্তিশালী হয়ে মাঠে ফিরতে পারব।’তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান