ফরাসি কাপের ফাইনালে খেলতে পারেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার।
ক্র্যাচে ভর করে বোনের জন্মদিনের অনুষ্ঠানে হাজির হন নেইমার। সার্জারির পর উন্নতি আশাব্যঞ্জক, তবে সেরে উঠতে আরও ক’টা দিন বিশ্রামে থাকতে হবে পিএসজি তারকাকে।
ইনজুরির কারণে চলতি মৌসুমে লিগ ওয়ানের বাকি ম্যাচ ও চ্যাম্পিয়নস লিগ খেলতে পারেননি বিশ্বের সবচেয়ে দামি এই ফুটবলার।
এ বিষয়ে নেইমারের বাবা বলেন, “নেইমার খুবই বিমর্ষ। খেলতে না পারার কষ্ট তাকে সবসময়ই তাড়া করছে। আসলে সে তো খেলতেই ভালোবাসে। তবে এই সময়ে তার জন্য শান্ত থেকে পুনর্বাসন প্রক্রিয়া শেষ করাটাই উত্তম হবে।”
আজকের বাজার/আরজেড