৬০ মিটার ইনডোর প্রতিযোগিতায় বিশ্ব রেকর্ড গড়েছেন যুক্তরাষ্ট্রের ক্রিস্টিয়ান কোলম্যান। দক্ষিণ ক্যারোলিনার ক্লেমসনে অনুষ্ঠিত এই মিটে ৬.৩৭ সেকেন্ড সময় নিয়ে প্রথম হয়ে কোলম্যান এই বিশ্ব রেকর্ড গড়েন।
এর আগে এই ইভেন্টে ১৯৯৮ সালে ৬.৩৯ সেকেন্ডে দৌড় শেষ করে কোলম্যানের যুক্তরাষ্ট্রের সতীর্থ মরিস গ্রিন রেকর্ড ধরে রেখেছিলেন। যদিও কোলম্যানের নতুন এই রেকর্ড এখন বিশ্ব অ্যাথলেটিক্সের নিয়ন্ত্রণ সংস্থা আইএএএফ’র যাচাই বাছাইয়ের পরেই রেকর্ড বইয়ে আনুষ্ঠানিক অনুমোদন পাবে।
২১ বছর বয়সী কোলম্যানের এটাই মৌসুমের প্রথম প্রতিযোগিতায় অংশগ্রহণ। ফাইনালের আগে হিটে তিনি সময় নিয়েছিলেন ৬.৪৭ সেকেন্ড। এর আগে গত বছর ইউএস ইনডোর চ্যাম্পিয়নশিপে তার সেরা টাইমিং ছিল ৬.৪৫ সেকেন্ড।
আজকের বাজার:এসএস/২০জানুয়ারি ২০১৮