কক্সবাজারের উখিয়ার উপকূলীয় ইনানী সমুদ্র সৈকত থেকে অজ্ঞাত এক তরুণীর (২৩) গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত ১২টার দিকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
ইনানী পুলিশ ফাঁড়ির এসআই মো. সেলিম জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে ইনানী সমুদ্র সৈকত থেকে গলাকাটা অজ্ঞাত তরুণীর মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার মর্গে পাঠানো হয়েছে।
নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে বলেও জানান এসআই মো. সেলিম।
আজকের বাজার/একেএ/