চতুর্থ দিনের চা বিরতিতেই পুণে টেস্টে জয়ের গন্ধ পাচ্ছিল টিম ইন্ডিয়া৷ চা বিরতির পর মাত্র ৬.২ ওভারেই কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে যায় কোহলিরা৷ দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকাকে ১৮৯ রানে অল-আউট করে দেয় ভারত৷ এক ইনিংস ও ১৩৭ রানে ম্যাচ জিতে প্রোটিয়াদের বিরুদ্ধে টেস্ট সিরিজ জয় নিশ্চিত করে তারা৷ একই সঙ্গে টানা ১১টি টেস্ট সিরিজ জিতে বিশ্বরেকর্ড গড়ে টিম ইন্ডিয়া৷
টস জিতে শুরুতে ব্যাট করে ভারত ৫ উইকেটে ৬০১ রান তুলে তাদের প্রথম ইনিংস ডিক্লেয়ার করে দেয়৷ পালটা ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে অল-আউট হয়ে যায় ২৭৫ রানে৷ প্রথম ইনিংসে ৩২৬ রানের বিশাল ব্যবধানে এগিয়ে থেকে প্রোটিয়াদের ফলো-অন করায় ভারত৷ চতুর্থ দিনের চা বিরতির কিছুক্ষণ পরেই দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ইনিংসে ১৮৯ রানে অল-আউট হয়ে যায়৷
দিনের প্রথম সেশনে ৭৪ রানের বিনিময়ে ৪টি উইকেট তুলে নেয় ভারত৷ চা বিরতিতে দক্ষিণ আফ্রিকা ৭ উইকেটে ১৭২ রানে দাঁড়িয়েছিল ৷ শেষ সেশনে ম্যাচ স্থায়ী হয় মাত্র ৩৮ বল৷ তাঁর মধ্যেই প্রয়োজনীয় ৩টি উইকেট তুলে নেয় ভারত৷ দ্বিতীয় ইনিংসে এলগার ৪৮, বাভুমা ৩৮, ফিলেন্ডার ৩৭ ও মহারাজ ২২ রান করেন৷
দ্বিতীয় ইনিংসে উমেশ যাদব ও রবীন্দ্র জাদেজা ৩টি করে উইকেট দখল করেন৷ ২টি উইকেট নেন রবিচন্দ্রন অশ্বিন৷ ১টি করে উইকেট নেন ইশান্ত শর্মা ও মোহাম্মদ শামি৷ রোহিত শর্মা ২ ওভার ও বিরাট কোহলি ১ ওভার হাত ঘোরান৷ তবে তাঁরা কোনও উইকেট পাননি৷
আজকের বাজার/লুৎফর রহমান