ইনিংস হার এড়াতে দক্ষিণ আফ্রিকার প্রয়োজন ছিল ৩২৬ রান৷ চতুর্থ দিনের লাঞ্চে মাত্র ৭৪ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়েছিল দক্ষিণ আফ্রিকা৷ দিনের দ্বিতীয় সেশনে প্রোটিয়ারা হারায় আরও ৩টি উইকেট৷ অর্থাৎ চায়ের বিরতি পর্যন্ত সময়ে দক্ষিণ আফ্রিকা তাদের দ্বিতীয় ইনিংসে মোট ৭টি উইকেট হারিয়ে ধুঁকছে৷
স্কোর বোর্ডে মোটে ১৭২ রান তুলতে পেরেছে তারা৷ অর্থাৎ ভারতের থেকে এখনও ১৫৪ রানে পিছিয়ে রয়েছে দক্ষিণ আফ্রিকা৷ পরিস্থিতি যে জায়গায় দাঁড়িয়ে, তাতে চতুর্থ দিনের চায়ের বিরতিতেই ম্যাচ তথা সিরিজ জয়ের গন্ধ পাচ্ছে ভারতীয় শিবির৷ বলাবাহুল্য, এখান থেকে ইনিংস হার এড়ানো অত্যন্ত কঠিন হয়ে দাঁড়াবে দক্ষিণ আফ্রিকার পক্ষে৷
আজকের বাজার/লুৎফর রহমান