ইনিংস ব্যবধান জয়ে উইন্ডিজকে হোয়াইট ওয়াশ করল বাংলাদেশ

মিরাজের ঘূর্ণিতে মিরপুর টেস্টে সফররত ওয়েস্ট ইন্ডিজকে ইনিংস ও ১৮৪ রানে হারিয়ে ২-০ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। আর টেস্ট ইতিহাসে এই প্রথমবারের মতো ইনিংস ব্যবধানে জয়ের স্বাদ পেল টাইগাররা।

স্পিনার মেহেদী হাসান মিরাজ এই টেস্টে একাই নিয়েছেন ক্যারিবীয়দের ১২ উইকেট। যেখানে দুইবারই স্বপ্নের ৫ ইউকেটর দেখা পেয়েছেন তিনি।

বছরের শেষ ম্যাচটা শেষ হয়েছে ইতিহাস গড়েই। নিজেদের ১৮ বছরের টেস্ট ইতিহাসে কোনও দলকে ফলোঅনে ব্যাটিং করানোর মতো ঘটনা ঘটালো বাংলাদেশ।

সাদমান ইসলামের রঙ ছড়ানো অভিষেক। মিরপুরের মাঠে মাহমুদুল্লাহ রিয়াদের টানা শতকের ইনিংস। বিপক্ষ দলের টানা পাঁচ ব্যাটসম্যানকে বোল্ড করে ইতিহাস গড়া। এক ইনিংসে ৭ উইকেট ও টানা দুই ইনিংসে পাঁচ উইকেট নেয়া মিরাজের। শেষ ম্যাচটা দুর্দান্ত হলো টাইগারদের।

ক্যারিবীয় দ্বীপে ৯ বছর আগে ২-০ তে হারানোর পর আবারো তাদের বিপক্ষে ২-০ তে টেস্ট সিরিজ জয় বাংলাদেশের।

মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে শুক্রবার টস জিতে চমক দেখানো একাদশ দিয়েছিল বাংলাদেশ। পেসার ছাড়া একাদশে ছিল পাঁচজন স্পিনার।
প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে মাহমুদুল্লাহ রিয়াদের শত রানের ইনিংস। সাদমান ইসলাম, সাকিব আল হাসান, লিটন দাসের অর্ধশত রানে ভর করে ১০ উইকেটে ৫০৮ রানের বিশাল সংগ্রহ।

জবাবে ব্যাট করতে নেমে নিজেদের প্রথম ইনিংসে ১১১ রান পর্যন্ত তুলে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। সাকিব ৩ আর মিরাজ পেয়েছিল ৭ উইকেট।

প্রথম ইনিংসে ৩৯৭ রানে পিছিয়ে থেকে ফলোঅনে আবার ব্যাট করার সুযোগ পায় ক্যারিবীয়রা। তাতেও একই দশা সফরকারীদের।

ক্যারিবীয় ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মিছিলে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন শিমরন হেটমেয়ার। প্রথম ইনিংসে দলীয় সর্বোচ্চ ৩৯ রান করা এই বাম-হাতি ব্যাটসম্যান দ্বিতীয় ইনিংসে করেন ৯২ বলে ৯৩ রান। শত রান থেকে মাত্র ৭ রান দূরে থাকতে তাকে সাজঘরে ফেরান মিরাজ।

প্রথম ইনিংসে ৭ উইকেট নেয়া মিরাজ দ্বিতীয় ইনিংসেও নেন ৫ উইকেট! তাতেই ভেঙ্গে পড়ে ক্যারিবীয় ব্যাটিং লাইন আপ। মিরাজের সঙ্গে সাকিব নেন ১টি, তাইজুল নেন ৩টি আর নাঈম হাসান নেন ১টি উইকেট।

ঢাকা টেস্টের তৃতীয় দিন শেষ হবার আগেই ২১৩ রানে ইনিংস শেষ হয় সফরকারীদের। টাইগাররা জয় তুলে নেয় ১৮৪ রান আর এক ইনিংস হাতে রেখে।

আজকের বাজার/এমএইচ