ইনিয়েস্তার বিদায়ী মুহুর্তে ছিলেন না মেসি

আন্দ্রেস ইনিয়েস্তা বার্সেলোনা ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দেন। সাথে জানান, ইউরোপের কোনো ক্লাবে তিনি খেলবেন না। কারণ প্রিয় বার্সেলোনার বিপক্ষে তিনি কোনোদিন মাঠে নামতে চান না।

শুক্রবার (১৮ মে ) আন্দ্রেস ইনিয়েস্তা এ ঘোষণা নিজেই দেন।

ইনিয়েস্তার বিদায়ী জনাকীর্ণ সংবাদ সম্মেলনে শুধু লিওনেল মেসি এবং লুইস সুয়ারেজ উপস্থিত ছিলেন না।

ক্লাব ছাড়ার ঘোষণা দেয়ার সময় ইনিয়েস্তা বলেন, ‘২২ বছর এখানে কাটিয়ে আমি বুঝেছি বিশ্বের সেরা দলের খেলোয়াড় হওয়ার মানে কী। আমি যদি কল্পনা করি আমার ক্যারিয়ারে কীভাবে শেষ হবে, তাহলে এখনই সেই সময়।’

ইনিয়েস্তা বার্সেলোনার সফলতম সময়ের একজন কাণ্ডারি। ৩৩ বছর বয়সী এই মিডফিল্ডার এই মৌসুমের আগ পর্যন্ত ছয়টি কোপা ডেল রে জিতেছেন। নবম লা লিগা জেতার অপেক্ষায় আছেন।

ক্লাবের হয়ে তার শেষ সংবাদ সম্মেলনে দলের সবাই উপস্থিতি থাকলেও গুরুত্বপূর্ণ দুজনের অনুপস্থিতিতে বিস্ময় প্রকাশ করেছে প্রভাবশালী সংবাদমাধ্যম মার্কা। তারা বলছেন, ক্লাবের পক্ষ থেকে বলা হয়েছে ব্যক্তিগত কারণে মেসি এবং সুয়ারেজ উপস্থিত থাকতে পারেননি। ইনিয়েস্তা বার্সা ছাড়ছেন সেটি অনেকদিন ধরে শোনা যাচ্ছিল। তিনি নিজেও অনেকবার ইঙ্গিত দিয়েছেন।

আজকের বাজার/অারআইএস