সদ্য দায়িত্ব পাওয়া তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম তথ্য মন্ত্রণালয়ে এসে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন। রোববার (৭ জানুয়ারি) সকালে তারানা হালিম মন্ত্রণালয়ে প্রবেশ করে নিজের রুমে না গিয়ে প্রবেশ করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সচিবালয়ের দফতরে। সেখানে দুই মন্ত্রী সৌজন্যমূলক কথাবার্তা বলেন।
সেখানে হাসানুল হক ইনু তারানা হালিমকে লক্ষ্য করে বলেন, ‘আমরা সবাই মিলে তথ্য মন্ত্রণালয়ের বাকি কাজগুলো সামনের দিকে এগিয়ে নিতে চাই। এক্ষেত্রে আমাকে সব সময় আপনি পাশে পাবেন।’
এ সময় তারানা হালিম বলেন, ‘নেত্রীর লক্ষ্য বাস্তবায়নে আমি বরাবরই ছিলাম সোচ্চার। সব ধরনের বাধা উপেক্ষা করে আমাদের উচিত সামনের দিকে এগিয়ে যাওয়া।’
আজকের বাজার: এসএস/ ৭ জানুয়ারি ২০১৮