রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানের মাধ্যমে রবি'র ফোর-জি নেটওয়ার্ক উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার এবং রবি'র এমডি ও সিইও মাহতাব উদ্দিন আহমেদ।
অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন, ফোর জি'র মাধ্যমে বাংলাদেশ এক নতুন যুগে প্রবেশ করেছে।
রবি'র এমডি ও সিইও মাহতাব উদ্দিন আহমেদ বলেন, রবির গ্রাহকরা থ্রি জি'র দামেই ফোর জি সেবা পাবেন। অনুষ্ঠানে বিটিআরসি চেয়ারম্যান জানান, তারা এরইমধ্যে ফাইভ জি নিয়ে ভাবছেন।
আরএম/