ইন্টারনেট থেকে জিহাদি উপকরণ শনাক্ত করে তাৎক্ষণিকভাবেই তা মুছে দেবে সফটওয়্যার। এমন একটি সফটওয়্যার তৈরিতে সাহায্য করছে ব্রিটেন।
আইএসের কর্মকাণ্ডের ৯৪ শতাংশ এই সফটওয়্যার টুলের মাধ্যমে শনাক্ত করা যাবে। খবর বিবিসির।
যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী আম্বার রাডের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, এই সফটওয়্যার টুলের মাধ্যমে ৯৪ শতাংশ আইএস এর কর্মকাণ্ড শনাক্ত করা সম্ভব। আর সেগুলো মুচে দিতে সফটওয়্যারটির সক্ষমতা ৯৯.৯৯৫ শতাংশ পর্যন্ত প্রমানিত। আর যেসব জিনিস মুছে দেবার ক্ষেত্রে সফটওয়্যারটি নিজে সিদ্ধান্ত নিতে পারবে না, সেটি মানব সিদ্ধান্তের জন্য ছেড়ে রাখবে।
লন্ডনের একটি আইট ফার্ম নতুন এই বিশেষ টুলটি তৈরি করেছে। আর এ জন্য ছয় লাখ পাউন্ড অর্থ দিচ্ছে ব্রিটিশ সরকার।
সূত্র : বিবিসি
আজকের বাজার : আরএম/১৩ ফেব্রুয়ারি ২০১৮