ইন্টারনেট ডাটা বিক্রিতে গ্রাহকের পক্ষে শর্ত জুড়েছে বিটিআরসি। প্যাকেজের ডাটা বা মেয়াদ ফুরালে গ্রাহকের সম্মতি ছাড়া ‘পে পার ইউজ’ পলিসিতে ৫ টাকার বেশি চার্জ করতে পারবে না মোবাইল ফোন অপারেটরগুলো।
সোমবার এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে বিটিআরসি।
এটি ১ মার্চ হতে কার্যকর হবে। বর্তমানে যেমন গ্রাহকের কোনো ইন্টারনেট প্যাকেজে মেয়াদ আছে কিন্তু ডেটা শেষ হয়ে গেছে তখন ওই গ্রাহকের অন্য কোনো প্যাকেজ না থাকলে ‘পে পার ইউজ’ পলিসিতে প্রতি ১০ কেবি ডেটা ০ দশমিক ০১ টাকা করে কাটা হয়। আর ডেটা ও মেয়াদ দুটিই শেষ হয়ে গেলে এই হার হয় ০ দশমিক ০২ টাকা চার্জের সঙ্গে যুক্ত হয় ভ্যাট।
অন্যদিকে প্রি-পেইড গ্রাহকের ক্ষেত্রে এভাবে ২০০ টাকা চার্জ করার পর এটি থামতো। আর টাকা কেটে নেয়ার পরই ব্যবহারকারীদেরকে এসএমএসের মাধ্যমে তা জানানো হত। পে পার ইউজের এই চার্জের হিসাবটি রবির। অপারেটরভেদে এটি বিভিন্ন অপারেটর বিভিন্ন রকম। এবার বিটিআরসির এই নির্দেশনার ফলে প্যাকেজে ডেটা বা মেয়াদ যা-ই শেষ হোক গ্রাহকের সম্মতি ছাড়া ৫ টাকার বেশি কাটতে পারবে না অপারেটররা।
আজকের বাজার: এমআর/আরএম/ ২৭ ফেব্রুয়ারি ২০১৮