ইন্টারনেট ব্যাংকিংয়ে লেনদেন বেড়েছে

চলতি ২০১৬-১৭ অর্থবছরের প্রথম ৯ মাসে (জুলাই-মার্চ) ইন্টারনেট ব্যাংকিংয়ে মোট ২৫ হাজার ৮৪৩ কোটি টাকা লেনদেন হয়েছে। যা আগের অর্থবছরের একই সময়ে ইন্টারনেট ব্যাংকিংয়ে লেনদেনের তুলনায় ৪১ দশমিক ৪৯ শতাংশ বেশি।

বাংলাদেশ ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং বিষয়ক সর্বশেষ পরিসংখ্যান প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। এতে আরও জানানো হয়েছে, গত ২০১৫-১৬ অর্থবছরের জুলাই-মার্চ মেয়াদে ইন্টারনেট ব্যাংকিংয়ে ১৮ হাজার ২৬৫ কোটি টাকা লেনদেন হয়েছিল।

কেন্দ্রীয় ব্যাংকের ওই প্রতিবেদনে জানানো হয়েছে, ২০১৬-১৭ অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ মেয়াদে) ইন্টারনেট ব্যাংকিংয়ে মোট ৯ হাজার ১৭২ কোটি টাকা লেনদেন হয়েছে; যা আগের যেকোনো প্রান্তিকের তুলনায় বেশি।

প্রসঙ্গত, ওয়েব ব্যাংকিং বা অনলাইন ব্যাংকিং নামেও পরিচিত ইন্টারনেট ব্যাংকিং। ব্যাংকের নির্দিষ্ট শাখার অধীনে অনলাইন বা ইন্টারনেট হিসাব চালানো যায়। তবে এই মাধ্যমে লেনদেনের জন্য ব্যাংকের শাখায় যাওয়ার প্রয়োজন পড়ে না। প্রথাগত পদ্ধতির বাইরে মোবাইল বা কম্পিউটারের সাহায্যে ইন্টারনেট ব্যাংকিং করা হয়।

আজকের বাজার: আরআর/ ১৪ জুন ২০১৭