ইন্টারন্যাশনাল লিজিং সিকিউরিটিজের ১০ বছর পূর্তি

পুঁজিবাজারের তালিকাভুক্ত ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিস লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল লিজিং সিকিউরিটিজ লিমিটেড ১০ বছরের পূর্তি করলো। সোমবার (৯ এপ্রিল) প্রতিষ্ঠানটির ১০ বছরের পূর্তি হয়েছে।

১০ বছর পূর্তি উপলক্ষ্যে প্রতিষ্ঠানটির কর্মকর্তারা তাদের গ্রাহক, শুভানুধ্যায়ী সবাইকে শুভেচ্ছা জানিয়েছে। আগামী দিনের পথ চলায় তাদের সহযোগিতাও প্রত্যাশা করেছেন তারা।

১০ বছর পূর্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালক রাশেদুল হক, প্রধান পরিচালনা কর্মকর্তা এ.এস.এম আহসান হাবীব এবং কমপ্লায়েন্স ও মানব সম্পদ বিভাগের প্রধান নাজমুস সাকিবসহ উর্ধ্বতন কর্মকর্তারা।

আরএম/