বিশ্বের বিভিন্ন দেশের অপরাধ ও অপরাধীদের নিয়ে কাজ করার আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের প্রধান মেং হংওয়েই এক সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে তাঁর পরিবার।
গত ২৫ সেপ্টেম্বর হংওয়েই ফ্রান্সের লিওতে অবস্থিত ইন্টারপোলের সদর দপ্তর থেকে নিজ দেশ চীনে রওয়ানা দেন। এরপর থেকে তার আর খোঁজ পাওয়া যাচ্ছে না।
মেং হংওয়েইর ‘নিখোঁজ’ হওয়ার ঘটনায় তদন্ত শুরু করেছে ফ্রান্স।
ফ্রান্সের কর্মকর্তারা জানিয়েছেন, হংওয়েইর পরিবার জানিয়েছে, ২৫ সেপ্টেম্বর লিও ছেড়ে চীনের উদ্দেশে রওয়ানা দেওয়ার পর তার আর খোঁজ তারা পায়নি।
ফ্রান্সের এক কর্মকর্তা সংবাদ সংস্থা এএফপিকে বলেছেন, ‘তিনি (হংওয়েই) ফ্রান্সে নিখোঁজ হননি।’
হংকংভিত্তিক সংবাদপত্র দ্য সাউথ চায়না মর্নিং পোস্ট একটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, চীনে ৬৪ বছর বয়সি মেং হংওয়েইকে জিজ্ঞাসাবাদের জন্য ‘নেওয়া হয়েছে’।
তবে হংওয়েইকে আইনশৃঙ্খলা কর্তৃপক্ষ কেন জিজ্ঞাসাবাদের জন্য ‘নিয়েছে’ কিংবা তাকে কোথায় ‘নেওয়া হয়েছে’, সে সম্পর্কে কিছুই বলেনি ওই সূত্রটি।
১৯২টি সদস্য দেশ নিয়ে গঠিত সংস্থাটিতে ২০১৬ সালে চার বছরের জন্য প্রধান নির্বাচিত হন চীনা এই কর্মকর্তা। তথ্যসূত্র-বিবিসি
আজকের বাজার/এমএইচ